(১) মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।
(২) আল্লাহ"বলেছেন"যে"ব্যক্তি"আমার"ভয়ে"১ফোটা"চোখের"পানি"ফেলবে"আমি"আল্লাহ"তার জন্য"জাহান্নামের"আগুন"হারাম"করে"দিবে
(৩) ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়.
(৪) মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না.. (হযরত মুহাম্মাদ সঃ).
(৫) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ
(৬) হে নারী ! তুমি মা, তোমায় শ্রদ্ধা করি। তুমি বোন, তোমায় সম্মান করি। তুমি বউ, তোমায় ভালবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃনা করি।
(৭) আল্লাহ তায়ালা বলেছে, তোমরা ছলনা ছলে ও মিথ্যা কথা বলো না।
(৮) হযরত মোহামমদ (সাঃ)বলেছেন ২টা জিনিষ কাছে রাখলে কোন দিন বিপদআসবেনা ১=কোরআন ২=হাদিস ,ইহা ১০০% সত্য.
(৯) সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি.
(১০) যাকে ভয় করি..!!তার নাম হাশর...!!!যাকে বিশ্বাস করি..!!তার নাম কুরআন...!!!যার কাছে আমি ঋণী..!!তার নাম মা...!!! যাঁকে নেতা মানি...!!তিনি হলেন রাসূল(স)...!!যার কাছে মাথা নতকরি..!!তিনি হলেন আল্লাহ'''!!!
(১১) গান বাজনা Delete করনামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।
(১২) জান্নাতের নেটওয়ার্কহল"ইসলাম",:::সিম হল"ঈমান"। :::বোনাস হল"রমযান",:: :রিচার্জ হল"নামাজ",::আর হেলপ লাইনহল"কোরআন"।
(১৩) যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
(১৪) জুম্মাররাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স)এরশাদকরেছেন, "যে মুসলমানজুম্মার দিনঅথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরেরফেতনা (কবরের আযাব)থেকে রেহাই দান করবেন।".(আহমদ ও তিরমিযী শরীফ)হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্রজুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাবঅমাদেরকে স্পর্শকরতে না পারে-(আমীন)
(১৫) নতুন আশা, নতুন দিন,আজকে হল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশে সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক
(১৬) জীবন সাজাই নামায দিয়ে,মন সাজাই ঈমান দিয়ে,শরীর সাজাই নবীর সুন্নতদিয়ে,আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!জুম্মা মোবারাক।
(১৭) ◆GP: দূরত্ব যতইহোক মসজিদে যান ।◆Banglalink: আমরানামাজ পড়েছি, আপনিপড়েছেন তো৷◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷◆Robi: জেগে উঠুনআযানের ডাকে৷
(১৮) মুসলিম আমার নাম!কুরআন আমার জান!নামাজ আমার গাড়ি!জান্নাত আমার বাড়ী!আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম!এবাদত আমার কর্ম!
(১৯) যারা মানুষের আমানত ওতাদের ওয়াদা,চুক্তি রক্ষণা বেক্ষণকরে তারা মুমিন।[সুরা মুমেন-৮]
(২০) নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,,নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতোনামাজ রোজা করো,,পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,,তা না হলে পরকালেপেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা...
(২১) হে মুমিনগন,জুমআরদিনে যখন সালাতের আজানদেয়া হয়.তখনতোমরা আল্লাহর স্বরনপানে ত্বরা কর.এবং কেনাবেচা বন্ধকর.এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ#আলহাদিস#আজ শুক্রবারজুম্মার দিন বিশ্বমুসলমানদের একটা পবিত্রদিন.আর গরিব মানুষের জন্যএটা একটা হজ্ব স্বরূপ.আশা করি সবাই নামাজপরবেন এই কামনায়আল্লা হাফেজ
(২২) হে আমাদের পালনকর্তা,আপনি তো জানেনআমরা যা কিছুগোপনে করি এবং যা কিছুপ্রকাশ্য করি। আল্লাহরকাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
(২৩) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।(আল কুরআন)
(২৪) রাসুলুল্লাহ (সা:) ইরশাদকরেন-" সকল কাজ নিয়তের উপরর্নিভরশীল"|(সহীহ বুখারী )
(২৫) আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা,ঈমান ঠিক রাখব। মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।
(২৬) জীবনের চাইতেওবেশী""ভালবাসি যারে""একবারও দেখিনাইতারে""জানিনা আমার ভালবাসায়" "আছে কি ভুল""একবার হলেও দেখা দাও""হে প্রিয় রাসূল (সঃ)"
(২৭) ১,২,৩,নামাজ পড়ুন প্রতিদিন ।৪,৫,৬,নামাজ পড়তে নেই ভয় ।৭,৮,৯,নামাজে আল্লাহ খুশি হয় । ১০,১১,১২,তাই নামাজ পড়তে পার ।
(২৮) আচছালামুআলাইকুম*হে নারী আপনাকে বলছি*এমনজীবন গঠন করযে জীবনে সবাইতোমাকে মর্যাদা দেয় যের্নসুনদর ভবিষে
(২৯) জান্নাত লাভ করারদোয়া সবাই পড়ুন:আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্বা কাওয়ালজান্নাত, নিজে পড়ুনএবং বলুন
(৩০) জীবনে ছয়টি জিনিসকখনো ভেঙ্গে ফেলো না?১=মন.২=সম্পর্ক.৩=ভরসা.৪=ভালোবাসা.৫=বিশ্বাস.৬=বন্ধুত্য.সঠিকমনে করলে জানিয়ে দাও
(৩১) ধংস তার জন্য যারআজকের দিনটা গতকালেরচেয়ে উত্তম হলো না..!!আল কোরআন
(৩২) হযরত আদ্ধুললাহইবনে আমর{র:}হতে বর্ণিত,তিনি বলেন,একবেকতি রাসূল{স:}এরকাছে আরয করল,ইসলামে কোনঅবভাসটি উওম?রাসূল{স:} উওরে বললেন,অপরকে খানা খাওয়ানো এবং পরিচিতঅপরিচিত সবাই কে সালামদেওয়া।[বুখারী ও মুসলিম]
(৩৩) ফুলের সুবাস চাঁদেরহাসিনামাজ কে আমি ভালবাসি,নদীর ঢেও পাখির গানকুরআন আমার সংবিধান,সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।
(৩৪) ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত..!!
(৩৫) তিনিই প্রাণ দান করেন এবং মৃত্ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তনতাঁরই কাজ, তবু ওকি তোমরা বুঝবে না?
(৩৬) যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তারমর্যাদা বাড়িয়ে দেন।-- মিশকাত
(৩৭) একটি মশার ভয়ে যদি অপনি মাশারিরভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনেরভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??"
(৩৮) আসছে একটা রাত নাম তার শবেবরাত ।তুলব আমাৱ দু হাত।করবো আমার মোনাজাত।আললাহ কৱবে গুনা মাপ।তোমাদেৱ রইল দাওয়াত।পালন করব শবেবরাত।
(৩৯) "১,২,৩আসছে রোজার দিন ।৪,৫,৬রোজা রাখতে কিসের ভয় ।৭,৮,৯খারাপ কাজ আর নয় ।১০,১১,১২পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।
(৪০) বাকা চাদ,শুভ দিন,রমজানের বাকি আর একদিন,সবাই মিলে শপথ ণিন,রুজা রাখবেন ৩০ দিন,নামায পরবেন,প্রতিদিন,সবাই বলুন, আমিন
Post a Comment