অথবা, অপরাধ কী?
ভূমিকাঃ অপরাধ বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ সমস্যাটি ক্রমেই ভয়াবহ রূপ পরিগ্রহ করছে। সমাজের সর্বস্তরেই আজ অপরাধের বিষবাষ্প ছড়িয়ে রয়েছে। অপরাধের হিংস্রতায় এ দেশের সমাজের শান্তি-শৃঙ্খলা, সংহতি, মূল্যবোধ, নিরাপত্তা প্রভৃতি চরম হুমকির সম্মুখীন। সমাজের এ অপরাধ প্রত্যয়টি আপেক্ষিক। স্থান, কাল, পাত্রভেদে অপরাধের ধরনের পরিবর্তন হয়।
অপরাধের সংজ্ঞাঃ সহজ কথায় বলা যায়, আইন বিরোধী যেকোনো কাজই হলো অপরাধ। সমাজ ও আইন কর্তৃক অস্বীকৃত ও অস্বাভাবিক আচরণই অপরাধ হিসেবে চিহ্নিত। দেশের প্রচলিত আইন ব্যবস্থা এবং সমাজের প্রচলিত প্রথা-প্রতিষ্ঠান যেসমস্ত কাজকে সমর্থন করে না এবং যা সবার দৃষ্টিতে অসামঞ্জস্যশীল তাই অপরাধ হিসেবে চিহ্নিত।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন বিজ্ঞানী ও মনীষী অপরাধ সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে প্রধান প্রধান কয়েকজন মনীষীর দেয়া সংজ্ঞা উল্লেখ করা হলো-
সমাজবিজ্ঞানী কোনিগ (Koenig) তার 'Sociology' গ্রন্থে বলেন, সমাজ বা গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানবাচরণই অপরাধ। আবার যেহেতু সমাজভেদে এবং একই সমাজে যুগভেদে সামাজিক রীতি-নীতি ও আইন প্রথা ভিন্ন ভিন্ন রূপ নেয় তাই অপরাধমূলক আচরণ চূড়ান্ত নয়, বরং তা আপেক্ষিক।
অধ্যাপক গিলিন এবং গিলিন (Gillin & Gillin) বলেন— ‘কোনো গোষ্ঠীর যদি নিজেদের কার্যকর শক্তি থাকে তখন তারা যদি এমন কোনো কাজ করে যা সমাজের পক্ষে হিতকর নয় এবং তা দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় তখন সে কাজকে অপরাধ বলা হয়।'
অধ্যাপক গিল্পীন বলেন, ‘কোনো গোষ্ঠীর যদি নিজেদের কায়িক শক্তি থাকে তখন তারা যদি এমন কোনো কাজ করে যা সমাজের পক্ষে ক্ষতিকর হয় এবং তা দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় তখন সে কাজকে অপরাধ বলা হয়।
অপরাধবিজ্ঞানী ব্লাকস্টোন (Blackstone) অপরাধের আইনগত সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, অপরাধ হলো এমন একটি সম্পাদিত বা অগ্রাহ্যকৃত কর্ম, যা সাধারণ আইনকে লঙ্ঘন করে। এটা করতে হয় কারণ বা নির্দেশ দানের মাধ্যমে।
আব্রাম (Abram) এর মতে, Crime is an act or default which tends to the prejudice of the community and forbidden by the law or pain of punishment inflicted at the suit of the state.
অপরাধ বিজ্ঞানী (Garofalo) অপরাধের সমাজতাত্ত্বিক সংজ্ঞা দিতে গিয়ে বলেন- মানুষের আবেগ ও অনুভূতিকে আহত করে এবং সমাজের জন্য যা ক্ষতিকর এমন কাজই অপরাধ।
অপরাধ বিজ্ঞানী স্টিফেন (Stifen) বলেন, 'অপরাধ হচ্ছে সেসব কাজ করা বা না করা যার জন্য আইন শাস্তি বিধান করে।'
সার্বিক সংজ্ঞাঃ উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে অপরাধের আইনগত সংজ্ঞায় বলতে পারি যে, অপরাধ হলো আইনের বরখেলাফ কাজ, যার বিনিময়ে রাষ্ট্র অপরাধীর জন্য শাস্তি প্রদান করে। অতএব বলা যায়, যেসব কাজ আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য বা শাস্তিযোগ্য তাকে অপরাধ বলে।
Post a Comment