লিমিটেড কথাটি ছাড়াও কি কোম্পানি নিবন্ধন করা যায়?


প্রশ্নঃ
 কখন একটি কোম্পানির নামের অংশ হিসেবে সীমাবদ্ধ দায়িত্ব বা লিমিটেড কথাটি ছাড়াও নিবন্ধন করা যায়?

ভূমিকাঃ ভূমিকাঃ কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। এজন্য কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয়। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।

কখন একটি কোম্পানির নামের অংশ হিসেবে সীমাবদ্ধ দায়িত্ব বা লিমিটেড কথাটি ছাড়াও / নিবন্ধন করা যায়ঃ কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী নিম্নোক্তভাবে একটি কোম্পানির নামের অংশ হিসেবে সীমাবদ্ধ দায়িত্ব বা লিমিটেড কথাটি ছাড়াও নিবন্ধন করা যায়-

সরকারের নিকট যদি সন্তোষজনকভাবে প্রমাণিত হয় যে, কোন কোম্পানি সীমিতদায়সম্পন্ন কোম্পানির যোগ্য কোন সমিতি, ধর্ম, দাতব্য, কলা, বিজ্ঞান ইত্যাদি উন্নয়নকল্পে গঠিত হয়েছে বা হবে এবং তার মুনাফা বা অন্যান্য আয় উক্ত উদ্দেশ্যের উন্নতিকল্পে প্রয়োগ হচ্ছে বা হবে এবং তার লভ্যংশ কোন সদস্যকে প্রদান করা হবে না, তাহলে সরকার তার একজন সচিবের অনুমোদনক্রমে প্রদত্ত লাইসেন্সের মাধ্যমে একটি কোম্পানির নামের অংশ হিসেবে সীমাবদ্ধ দায়িত্ব বা লিমিটেড কথাটি ছাড়াও নিবন্ধন করা যায় মর্মে নির্দেশ প্রদান করতে পারেন।

উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।

Post a Comment

Leave a Comment.