উত্তরঃ
লিগ্যাল নোটিশ
প্ৰাপক
এতদ্বারা সর্বসাধারণের অবগতির নিমিত্তে নোটিশ দেওয়া যাইতেছে যে, আমার মক্কেল মি. 'ক', পিতা-------- মাতা............ বিগত--------ইং তারিখে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয়ের নিমিত্তে সম্পত্তির মালিক মি. ‘খ’পিতা-------- মাতা............ এর সাথে একটি বায়নাপত্র করিয়াছেন। অত্র নোটিশ প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে উক্ত সম্পত্তিতে কাহারও কোন আপত্তি থাকলে নিম্ন স্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে পেশ করার জন্য অনুরোধ করা যাইতেছে। নির্ধারিত সময়ের পরে আপত্তি দাখিল করিলে সর্বোতভাবে তাহা অগ্রাহ্য হবে।
ইতিঃ............
তারিখ :--------
তফসিল
জেলা : -------------------, সদর সাবরেজিষ্ট্রি, সাবেক :-----------------,
হালে : -------------------, উপজেলাধীন ---------------------------------,
কালেক্টারির তৌজিভুক্ত : -------------------, নং : -------------------,
মৌজাস্থিত, খতিয়ান নং : ------------------, দাগ নং : ----------------, জমির পরিমাণ ১ একর।
যাহার চৌহদ্দী :
উত্তরে : উঁচুভিটা, দক্ষিণে : ধানী জমি
পূর্বে : পুকুর, পশ্চিমে : খেলার মাঠ
অত্র দলিল লিখক সমেত ৪ জন সাক্ষী
ইসাদি-
লিখক ও সাক্ষীঃ
ইসাদি-
Post a Comment