ভাড়া ঘর খালি করার লিগ্যাল নোটিশ মুসাবিদা তৈরি কর


প্রশ্নঃ ভাড়া ঘর খালি করার লিগ্যাল নোটিশ মুসাবিদা তৈরি কর।

উত্তরঃ 

প্রতি, 


' A ' (ভাড়াটিয়া)


নাম :---------------------, পিতা : -----------------------------------


মাতা ---------------------, বয়স : -----------, গ্রাম/মহল্লা : -------

ডাকঘর : -----------------, থানা: -----------, জেলা :---------------

ধর্ম : ----------------------, পেশা : -------------------, বাংলাদেশ।


বিষয় : বাড়ি / অঙ্গন নং .......


মক্কেল ‘B'

নাম :---------------------, পিতা : -----------------------------------


মাতা ---------------------, বয়স : -----------, গ্রাম/মহল্লা : -------

ডাকঘর : -----------------, থানা: -----------, জেলা :---------------

ধর্ম : ----------------------, পেশা : -------------------, বাংলাদেশ।

ইত্যাদির পরামর্শক্রমে আমি এতদ্বারা আপনাকে উল্লেখিত বাড়ি ও অঙ্গন যাহা আপনি ভাড়াটিয়া হিসাবে ভোগ, দখল ও অধিকার রাখিয়াছেন তাহা চলতি মাস শেষ হইবার সাথে সাথে শান্তিপূর্ণ শূন্য দখল আমার মক্কেলের নিকট অর্পণ করার জন্য নোটিশ প্রদান করিতেছি। উল্লেখ্য যে চলতি মাস শেষ হইবার সাথে সাথে ভাড়ার চুক্তির মেয়াদও শেষ হইবে। অর্থাৎ চলতি মাসের পর আপনার ও আমার মক্কেলের সাথে ভাড়াটিয়া ও বাড়িওয়ালার সম্পর্ক শেষ হইবে। অতএব আপনি দাবীকৃত শূন্য দখল অর্পণ করিতে ব্যর্থ হইলে আমার মক্কেল আপনার বিরুদ্ধে উচ্ছেদের জন্য মোকদ্দমা দায়ের করিবে এবং আপনি ক্ষতি ও খরচার জন্য দায়ী থাকিবেন। 

তারিখঃ--------


আপনার বিশ্বস্ত 


স্বাক্ষর 


(তানভীর হোসেন) এডভোকেট 

জজ কোর্ট, ঢাকা।




Post a Comment

Leave a Comment.