অথবা, WAD বলতে কী বুঝ? WAD সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।
ভূমিকাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নানা তত্ত্ব, নীতি ও কর্মসূচির আবির্ভাব ঘটতে থাকে। আর ‘আধুনিকীকরণ তত্ত্ব' মৌলিক চাহিদা পূরণ তত্ত্ব, কাঠামোগত পূর্ণবিন্যাস তত্ত্ব ইত্যাদি এসবেরই অন্তর্গত। তেমনি একইভাবে নারী বিষয়ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন চিন্তাধারার সংযোজন ঘটেছে। অর্থাৎ বিভিন্ন ধরনের নারী উন্নয়ন নীতিমালার উদ্ভব ঘটেছে। যার মধ্যে GAD এবং WAD অন্যতম। এই উন্নয়ন নীতিমালা বিশ্বের বিভিন্ন দেশ অনুসরণ করছে।
নারী ও উন্নয়ন (Women and Development -WAD):
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">
উৎপত্তি (Origin): ১৯৭০ এর দশকে দ্বিতীয়ার্থে WID ধারণা এবং আধুনিকীকরণের তত্ত্বের সমালোচনার ধারায় WAD-এর উদ্ভব। WAD এর ধারণা আধুনিকীকরণ তত্ত্বের ব্যাখ্যামূলক সীমাবদ্ধতা থেকে জন্ম নিয়েছে। যা নারীরা উন্নয়ন কর্মকান্ডের বাইরে এই ধারণার সমালোচনা করে WID.
তত্ত্বগত ভিত্তি (Theoretical Basis): নির্ভরশীলতার তত্ত্ব এর ভিত্তি, এই তত্ত্বের বাস্তব একটি অসাম্যের আন্তর্জাতিক কাঠামো বিরাজ করে, যেখানে তৃতীয় বিশ্বের দেশগুলো শিল্পোন্নত প্রথম বিশ্বের অর্থনৈতিক স্বার্থের সেবা করে। WAD স্কোরনে এই নির্ভরশীলতা থেকে উন্নয়নের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়ায় তৃতীয় বিশ্বের নারীদের সমন্বয়ের বা সম্পৃক্তকরণের কথা বলে।
মনোযোগ (Focus): WAD মনে করে নারী সব সময়ই উৎপাদন প্রক্রিয়ার অংশ; সুতরাং নারীকে নতুন করে উন্নয়নে সম্পৃক্তকরণের কথা অবান্তর। WAD নারী এবং উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্কের ওপর জোর দেয়।
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">
সহায়ক কর্মকৌশল:
নারী ও উন্নয়ন প্রক্রিয়ার সম্পর্কঃ উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের চেয়ে WAD কৌশল, নারী ও উন্নয়ন প্রক্রিয়ার মধ্যকার সম্পর্কের ওপর দৃষ্টিপাত করে।
আন্তর্জাতিক কাঠামোঃ নারীর উপার্জনক্ষম কর্মকান্ডের ওপর জোর দেয়।
ধারণাঃ আন্তর্জাতিক কাঠামো আরো সমতাপূর্ণ হলে নারীর অবস্থার উন্নয়ন ঘটবে।
আন্তর্জাতিক কাঠামোঃ আন্তর্জাতিক কাঠামো আরও সমতাপূর্ণ হলে নারীর অবস্থার উন্নয়ন ঘটবে। জেন্ডার সম্পর্ক উল্লেখ না করেই বাইরে থেকে হস্তক্ষেপ দ্বারাই শিক্ষা, চাকরি এবং অন্যান্য সামাজিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">
অবদান (Contribution): নারীকে তার নিজেদের সমাজের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মীরূপে স্বীকার করে। মনে করা হয় যে, সামাজিক কাঠামো রক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীদের কার্য মুখ্য ভূমিকা পালন করে। WAD উন্নয়নে নারীর সম্পৃক্তির একটা ধরন যা বর্তমান অর্থনৈতিক কাঠামোকে বজায় রাখার প্রতি দৃষ্টিপাত করে।
বৈশিষ্ট্য (Features):
(১) শ্রেণি ও পূঁজির ওপর ভিত্তি করে গড়ে ওঠা বৈষম্যমূলক আন্তর্জাতিক কাঠামোর প্রেক্ষাপটে পুরুষ ও নারীর উভয়ের পশ্চাৎপদতাকে দেখে, শুধুমাত্র বিচ্ছিন্নভাবে নারী সম্পর্ককে দেখার সমালোচনা করে।
(২) WAD মনে করে যে, আন্তর্জাতিক কাঠামো আরও সমতাপূর্ণ হলে নারীর অবস্থার উন্নতি হবে।
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">
(৩) WAD এর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে নারীদের স্বল্প প্রতিনিধিত্বের সমস্যা মোকাবেলায় পরিকল্পিত হস্তক্ষেপমূলক কৌশলের ওপর নির্ভর করে।
সীমাবদ্ধতা (Limitation):
(১) WAD জেন্ডার ভূমিকার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে না।
(২) WAD-এর ধারণার মধ্যে একটা অনমনিয়তা আছে যা নারীকে পুরুষ থেকে আলাদা করে স্বাধীনভাবে বিশ্লেষণ করতে নিরুৎসাহী করে।
(৩) যেহেতু নারী-পুরুষ উভয়ই শ্রেণি ও পুজিঁর নিপীড়নমূলক কাঠামোর দরুন পশ্চৎপদ অবস্থায় থাকে এবং সেহেতু জোরালো শ্রেণির সচেতনতা WAD এর ভিত্তি; তাই শ্রেণি, বর্ণ, জাতিগত বিভক্তিকে গভীরভাবে ব্যাখ্যা না করেই WAD নারীকে সমস্বত্তীয় চিহ্নিত করে।
crossorigin="anonymous">
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">
(৪) বিভিন্ন শ্রেণির মধ্যে Gender এর সামাজিক সম্পর্ক ভালোভাবে মনোযোগ দেয় না, ফলে শ্রেণি Gender আন্তঃসংযোগের সুযোগকে উপেক্ষা করা হয়।
(৫) WAD পুরুষতান্ত্রিকতা, বিভিন্ন উৎপাদন পদ্ধতি এবং নারীর অধীনস্ততা ও নিপীড়নের মধ্যে সম্পর্ক বিশ্লেন করতে ব্যর্থ।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, নারী উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে GAD অন্যতম গুরুত্বপূর্ণ। GAD সমাজের প্রতিটি বিষয়কে দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে। উন্নয়ন একটি জটিল প্রক্রিয়া হলেও নারী উন্নয়নকে বিচ্ছিন্ন মনে করা হয় না GAD পদ্ধতিতে। বরং উন্নয়নের ক্ষেত্র থেকে নারী পুরুষ নির্বিশেষে কে লাভবান হচ্ছে বা নারী পুরুষের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হচ্ছে কিনা তা পরীক্ষা করা GAD নীতি। তাই GAD একটি সর্বজনীন বিষয়।


Post a Comment