টর্টের ক্ষেত্রে যে সকল সাধারণ ব্যতিক্রম আছে তার মধ্যে ৫টির নাম কর


প্রশ্নঃ টর্টের ক্ষেত্রে যে সকল সাধারণ ব্যতিক্রম আছে তার মধ্যে যে কোন ৫টির নাম কর।
উত্তরঃ সাধারণ ব্যতিক্রম অনেকগুলি রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ৫টি হচ্ছেঃ
১। সম্মতি বা ভলেনটি নফিট ইনজুরিয়া (Consent or volante -non- fit injuria)

২। অনিবার্য দুর্ঘটনা (Inevitable accident)
৩। অনিবার্য ভ্রান্তি (Inevitable mistake) 
৪। দৈব ঘটনা (Acts of God)

৫। রাষ্ট্রীয় কার্যাবলী (Acts of State)

Post a Comment

Leave a Comment.