এক ম্যাজিষ্ট্রেট আদালত থেকে অন্য ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা স্থানান্তরের জন্য দরখাস্ত


প্রশ্নঃ এক ম্যাজিষ্ট্রেট আদালত থেকে অন্য ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা স্থানান্তরের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দরখাস্ত।

উত্তরঃ

বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ।
ফৌজদারি বিবিধ মামলা নং---------/ ২০২৩

নাম.......
পিতা......
মাতা....... 
ঠিকানা.......
---------------ফরিয়াদি।



বনাম


নাম.......
পিতা......
মাতা....... 
ঠিকানা.......
---------------আসামী।


বিষয়ঃ ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির কালার ৫২৮(২) ধারা মোতাবেক মামলা স্থানান্তরের আবেদন।


দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে,

(১) দরখাস্তকারী বিগত ১২/৬/২০১৭ ইং তারিখে আসামীর বিরুদ্ধে ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট আদালত, ঢাকা,-এ মামলাটি দায়ের করে।

(২) আসামী ১৪/৬/১৭ তারিখে আদালতে উপস্থিত হইয়া জামিন লাভ করে। অতপর দুইটি ধার্য তারিখে সে আর আদালতে হাজির হয়নি। কিন্তু মাননীয় আদালত কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।

(৩) আসামী মামলাটি তুলে নেওয়ার জন্য নানা রকম ভয়-ভীতি প্রদর্শন করিতেছে এবং তার কিছুই হবে না বলে বেড়াইতেছেন। কারণ উক্ত আদালতের সাথে তার বিশেষ সম্পর্ক রহিয়াছে।

(৪) উল্লেখিত মামলাটি ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট আদালত, ঢাকা থেকে অন্য কোন আদালতে বদলী না করিলে দরখাস্তকারী ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এবং অপূরণীয় ক্ষতির সম্মুখীন হইবেন।

অতএব দরখাস্তকারীর পক্ষে বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র দরখাস্ত খানা গ্রহণ করিয়া মামলাটি সম্মানিত ম্যাজিষ্ট্রেট আদালত ঢাকা হইতে উত্তোলন করিয়া আদালতের ইচ্ছা অনুযায়ী এখতিয়ারসম্পন্ন অন্য যে কোন আদালতে বদলীর আদেশ দিয়া সুবিচার করিতে মর্জি হয়।

ইতি------
তারিখ------- 

হলফনামা

মাতা ---------------------, বয়স : -----------, গ্রাম/মহল্লা : -------ডাকঘর : -----------------, থানা: -----------, জেলা :--------------- ধর্ম : -------------------, পেশা : -------------------, বাংলাদেশ।

এই মর্মে শপথ গ্রহণপূর্বক ঘোষণা করিতেছি যে,

১। আমি অত্র দরখাস্তের দরখাস্তকারী এবং অত্র হলফনামা সম্পাদন করার উপযুক্ত।

২। অত্র দরখাস্তের যাবতীয় বিষয় সম্পর্কে আমি অবগত আছি অত্র হলফনামা আমার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য জানিয়া অদ্য--------ইং সকাল ১০ ঘটিকার সময় কমিশনারের সম্মুখে উপস্থিত হইয়া সম্পাদন করিলাম। 


হলফকারীর স্বাক্ষর


হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে তাহার নাম স্বাক্ষর করিয়াছেন। তাহাকে আমি সনাক্ত করিলাম।


আইনজীবী

Post a Comment

Leave a Comment.