চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জামিনের দরখাস্ত নাকচ করলে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন


প্রশ্নঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জামিনের দরখাস্ত নাকচ করলে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদনপত্র তৈরি কর।

উত্তরঃ

বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ।
ফৌজদারি বিবিধ মামলা নং---------/ ২০২৩

সূত্রঃ নিউমার্কেট থানার মামলা নং ০৫ (০৬) ২০২৩

ধারাঃ ৩২৬ দণ্ডবিধি


রাষ্ট্র
------------------বাদী। 


বনাম


নাম.......
পিতা......
মাতা....... 
ঠিকানা.......
---------------আসামী।


বিষয়ঃ মূখ্য মহানগর হাকিম-এর আদালত, ঢাকা। কর্তৃক নিউমার্কেট থানার মামলা নং ০৫ (৬) ২০১৮, ধারা ৩২৬ দণ্ডবিধি সংক্রান্তে জামিনের আবেদন না- মঞ্জুরের আদেশে ক্ষুব্ধ হইয়া ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার অধীনে জামিনের আবেদন।

আসামী পক্ষে বিনীত নিবেদন এই যে,

১। জনৈক ‘ক’ ‘নিউমার্কেট থানায় এই মর্মে এজহার দায়ের করেন যে, গত--------তারিখে রাত আনুমানিক ১১টায় কতিপয় লোক তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে টাকা দাবী করে। টাকা না পেয়ে তারা এলোপাথারী গুলি বর্ষণ করে চলিয়া যায়। এতে গুলিবিদ্ধ হইয়া কর্মচারী ‘খ' মারা যায়।

২। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা .... ..... তারিখে আসামীকে তার বাসভবন থেকে গ্রেফতার করেন।

৩। দরখাস্তকারী আসামী বিগত------- তারিখে মূখ্য মহানগর হাকিম-এর আদালত, ঢাকা-এ জামিনের প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত উক্ত জামিনের আবেদন না-মঞ্জুর করেন।

আইনের প্রতি শ্রদ্ধাশীল দরখাস্তকারী আসামী নিম্নলিখিত হেতুবাদসমূহের আলোকে জামিনের আবেদন করিতেছেন।

হেতুবাদসমূহঃ

১। যেহেতু দরখাস্তকারী সম্পূর্ণ নির্দোশ, নিরপরাধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে।

২। যেহেতু এজহারে দরখাস্তকারীর নাম নেই।

৩। যেহেতু দরখাস্তকারী শান্তিপ্রিয়, সম্ভ্রান্ত বংশের সন্তান, সম্মানিত করদাতা।

৪। যেহেতু প্রতিপক্ষের ষড়যন্ত্রে দরখাস্তকারীকে গ্রেফতার করা হইয়াছে।

৫। যেহেতু ঘটনার সময় দরখাস্তকারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

৬। যেহেতু দরখাস্তকারী বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা, তাকে জামিন দিলে আদালতের কার্যক্রম ব্যাহত হইবে না। জামিনের শর্ত ভঙ্গ করিবে না, আদালতের নির্দেশ মতো নিয়মিত আদালতে উপস্থিত থাকিবে।

অতএব বিজ্ঞ আদালতে দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত অবস্থাবিবেচনা করিয়া, ন্যায় বিচারের স্বার্থে, নিম্ন আদালতের নথি তলব করিয়া উভয় পক্ষের শুনানি গ্রহণ করিয়া যে কোন শর্তে দরখাস্তকারীর জামিন মঞ্জুর করে সুবিচার করিতে মর্জি হয়।



ইতি------
তারিখ------- 

Post a Comment

Leave a Comment.