পরিবারের উৎপত্তি সম্পর্কে ফ্রেডরিক এঞ্জেলসের মতবাদটি আলোচনা কর


প্রশ্নঃ পরিবারের উৎপত্তি সম্পর্কে ফ্রেডরিক এঞ্জেলসের মতবাদটি আলোচনা কর।
অথবা, পরিবারের উৎপত্তি সম্পর্কে ফ্রেডরিক এঞ্জেলসের মতবাদটি আলোচনা কর।

ভূমিকাঃ সমাজজীবনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। মূলত সমাজ হচ্ছে অনেকগুলো পরিবারেই সমষ্টি। সেক্ষেত্রে পরিবারকে সমাজের একটি বিশেষ ইউনিট হিসেবে আমরা কল্পনা করতে পারি। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলেও আমরা অনুধাবন করতে পারব যে, পরিবার ছাড়া মানুষের সামাজিকতা টিকে থাকতে পারবে না। কেননা, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন আচার-ব্যবহার, ধ্যান-ধারণা, নৈতিকতা, বিশ্বাস, মূল্যবোধ যেগুলো একটি সমাজের চালিকাশক্তি হিসেবে কাজ করে তাই সেগুলো পরিবার থেকেই শিক্ষালাভ করতে হয়। কারণ, এগুলো এমন একটি বিষয় যা শিশুকাল থেকেই শিক্ষালাভ করতে হয়। আর একটি শিশুতো পরিবারেই জন্মগ্রহণ করে । শুধু তাই নয়, পরিবারের মাধ্যমেই একজন সদস্যের অনেক সামাজিক ও জৈবিক চাহিদা পূরণ হয়। আকার-প্রকৃতি, বসবাসের স্থান ইত্যাদির ভিত্তিতে পরিবার বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হলেও পরিবার গঠনের মূল উদ্দেশ্য ও কার্যপ্রণালি প্রায় একই।

পরিবারের উৎপত্তিঃ পরিবারের উৎপত্তি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপুর্ণ আলোচ্য বিষয়। পরিবারের উৎপত্তি সম্পর্কে সমাজবিজ্ঞানী ও নৃ-বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন। এসকল তত্ত্বের মধ্যে উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছেঃ

(১) মর্গানের তত্ত্ব।

(২) কাল মার্কসের তত্ত্ব।

(৩) ফ্রেডরিক এঞ্জেলসের তত্ত্ব ইত্যাদি।

ফ্রেডরিক এঞ্জেলসের মতবাদঃ ফ্রেডরিক এঞ্জেলসের লেখা একটি বিখ্যাত বই হচ্ছে The Origin of Family, Private Property and State. এ গ্রন্থে তিনি পরিবারের উৎপত্তি সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি দেখিয়েছেন যে, উৎপাদন শক্তি ও সম্পর্কের পরিবর্তনের সাথে সাথে পরিবারের গঠনগত রূপের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়।




style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">


(১) আদিম সমাজে সংগ্রহ অর্থনীতি, পশুপালন অর্থনীতি ও কৃষিভিত্তিক অর্থনীতি প্রচলিত ছিল। তখন সমাজে দলগত বিবাহ ও পরিবার এবং অনেক বড় আকারের পরিবার প্রচলিত ছিল। আস্তে আস্তে উৎপাদন ব্যবস্থা জটিল হতে থাকে ও সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা সূচিত হয়। একই সাথে তাল মিলিয়ে পরিবারের ধরনেও পরিবর্তন আসে ও পরিবার আকারে একটু ছোট হতে থাকে।

(২) সামন্ত সমাজ ও দাসভিত্তিক সমাজে মূলত কৃষিই ছিল অর্থনীতির চালিকাশক্তি। সেক্ষেত্রে পরিবার ছিল একান্নবর্তী, বহুপত্মিক ও বর্ধিত পরিবার।

(৩) শিল্পযুগে কৃষির ওপর নির্ভরশীলতা কমে এসেছে। মানুষ কলকারখানায় চাকরি করে জীবিকা উপার্জন করছে। জটিল শ্রমবিভাগ দেখা যাচ্ছে। মানুষ গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে চলে আসছে। পুঁজিবাদী অর্থনীতি বিকশিত হচ্ছে। সাথে সাথে অনুপরিবার, একপত্মীক পরিবার ও নয়াবাস পরিবার তৈরি হচ্ছে।

এভাবেই ফ্রেডরিক এঞ্জেলস উৎপাদন ব্যবস্থার সাথে পরিবারের উৎপত্তি ব্যাখ্যা করেছেন।



style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-3850092454288730"
data-ad-slot="2569077421">



সমালোচনাঃ
উৎপাদন ব্যবস্থার ভিত্তিতে পরিবারের উৎপত্তি ও মতবাদকে পুরোপুরি গ্রহণ করা হয় না। কারণ আজও পুঁজিবাদী সমাজে যৌথ পরিবার ও বহুপত্নীক পরিবার দেখা যায়। তাছাড়া অর্থনৈতিক ব্যবস্থায় সাথে পরিবারের সম্পর্ক আছে এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, পরিবারের উৎপত্তি সম্পর্কে এঞ্জেলসের মতবাদ সমাজবিজ্ঞানে একটি নতুন ধারণা তৈরী করেছে। তবে,এ মতবাদের গ্রহণযোগ্যতার পাশাপাশি অনেক সমালোচনাও আছে। পরিবার সম্পর্কে এঞ্জেলস প্রদত্ত মতবাদ পরিবার সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মধ্যে আগ্রহ জন্মিয়েছে। ফলে পরিবার সম্পর্কে গবেষণা করতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে এসেছে যা সমাজবিজ্ঞান আলোচনাকে আরও বিস্তৃত করেছে।

Post a Comment

Leave a Comment.